
নজরুল ইসলাম, তালা:
তালায় সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ৮ দিনব্যাপী রথযাত্রার মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে তালার মাঝিয়াড়া জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়। রথ টি টেনে সনাতন ধর্মাবলম্বীরা নিয়ে যান গোপালপুর কালিবাড়ি মন্দিরে সেখান থেকে তালার মোবারকপুর মন্দিরে। রথযাত্রা শুরুর আগে শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উদয় সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বাবু বসু বোসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক, আ:লীগ নেতা মোহাম্মাদ আলী বিশ^াস,শিক্ষক শ্যামল চৌধুরী প্রমুখ। রথযাত্রাকে ঘিরে সমাবেত হন হাজারো সনাতন ধর্মাবলম্বী মানুষ। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।