
বিশেষ প্রতিবেদক, তালা:
তালায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে “স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, এসআই কৃষ্ণপদ সমাদ্দার, খামারী দিবস চন্দ্র ঘোষ ।
উদ্বোধনের পর মেলার ৩২টি প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এছাড়া মেলা উপলক্ষ্যে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।