
নজরুল ইসলাম, তালা থেকে।।
তালায় আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়। প্রথমে আইন-শৃঙ্খলা সভা শেষে উন্নয়ন সমন্বয় কমিটির সভা শুরু হয়। উভয় সভায় অংশগ্রহন করেন তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-আমিন, তালা উপজেলা বিএনপির সভাপতি শিক্ষক মৃণাল কান্তি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, তালা থানার অফিসার ইনচার্জ শেখ মো. শাহিনুর রহমান, জামায়েত ইসলামী তালা উপজেল শাখার সাধারন সম্পাদক অধ্যাপক মুহাঃ ঈদ্রিস আলী, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই মোঃ কাছেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফরোজা আক্তার রুমা,তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেনসহ সকল সরকারী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ, বে-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় আলোচনা হয় ওয়ান লাইন জুয়া কেন্দ্রীয় ভাবে বন্ধ করার বিষয়ে জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে বন্ধের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। মাদক জুয়ার ব্যাপারে থানা প্রশাসন তৎপর রয়েছে। এবং তালা উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্রান্ড, একটি কেন্দ্রীয় ঈদগাহ ও একটি পার্ক তৈরী করতে প্রাথমিক ভাবে সিধান্ত গৃহিত হয়। যা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে।