
আব্দুর রশিদ: বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ জানতে তাঁর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। মঙ্গলবার রাত ৮টায় শহরের সঙ্গীতা সিনেমা হলে শিক্ষক, কবি/ সাহিত্যিক ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে চলচিত্রটি উপভোগ করেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আবুল কালাম বাবলা। এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, পৌর আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশিদ, পৌর আ.লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মাজেদ খান, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুফিয়া জামান দোলন, জামাল মাস্টার, আ.লীগ নেতা আব্দুস সবুর, মোহাম্মদ হোসেন, কাদের মাস্টারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ ব্যাপারে বিশিষ্ট সমাজসেবক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আবুল কালাম বাবলা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতির জীবন ও কর্মের চিত্রায়ণে তরুণ চলচ্চিত্র তারকাদের অভিনীত ছবিটি নতুন প্রজন্মকে ঐতিহাসিক আখ্যানের সঙ্গে গভীরভাবে সংযুক্ত করবে। চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম এবং তরুণ-তরুণীরা চলচ্চিত্রটি দেখার সময় ও ইতিহাসকে কল্পনা করার সুযোগ পাবে। আমি বিশ্বাস করি এই সিনেমাটি সাধারণ শিক্ষার্থীরা দেখলে বঙ্গবন্ধুর জীবন আদর্শ সম্পর্কে জানতে সঠিক তথ্য জানতে পারবেন এবং নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হবে।