
আব্দুর রশিদ: গত মাসের ১০ জুন সংঘটিত হওয়া ডাকাতির ঘটনায় মামলা দায়ের করে বিপাকে বাদীর পরিবার। মামলা তুলে নিতে দেওয়া হচ্ছে হুমকী। এদিকে মামলা তুলে না নেওয়ায় মামলার বাদীর স্বামীকে মারপিট করেছে মামলার আসামী সহ দুর্বৃত্তরা। দুর্বৃত্ত দের হামলায় আহত রেজাউল করিম বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিষয় সুত্রে জানা যায়, গত মাসের ১০ তারিখ রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর শাখারীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরদারের পুত্র রেজাউল করিমের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা রেজাউলের ঘর থেকে তার বাবার মুক্তিযোদ্ধা সনদ, বন্দুকের লাইসেন্স, ১০ টি দলিলের ফাইল, ৯০ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, ২ টি আংটি ও ৬ টি জাতীয় পরিচয় পত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রেজাউলের স্ত্রী খদেজা বেগম বাদী হয়ে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আ: মান্নানের পুত্র মেহেদী হাসান, বাহারুল ইসলাম মোশাররফ সরদারের পুত্র জাহিদুল, আ: জব্বার এর পুত্র আ: সালামকে আসামী করে ডাকাতি মামলা দায়ের করে। যার নং সিআর ৬৪৬/২৩। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে তদন্তাধীন। এর মধ্যে মামলার বাদী খোদেজা ও তার স্বামী রেজাউলকে মামলা তুলে নেওয়ার জন্য আসামী রা হুমকি দিচ্ছে। এমতাবস্থায় সোমবার (৩ জুলাই) সকাল ৯ টায় মামলার আসামী আঃ সালামের নেতৃত্বে দুর্বত্তরা রেজাউল কে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। আহত রেজাউল করিম বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে।