
ইয়ারব হোসেন: শীত নিবারনের একটু চেষ্টা।শীতের কষ্টে মানুষের পাশে দাঁড়াতে হাত বাড়ালেন আল আরাফা ইসলামি ব্যাংক ঝাউডাঙ্গা শাখা। রোববার বিকাল ৫টায় আল আরাফা ইসলামি ব্যাংক ঝাউডাঙ্গা শাখা গরীব ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরন করেন। আল আরাফা ব্যাংক ঝাউডাঙ্গা শাখার হল রুমে কম্বল বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন আল আরাফা ইসলামি ব্যাংক শাখার ম্যানেজার মো: হাবিবুল্লাহ নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন আল আরাফা ইসলামি ব্যাংক (ইভিপি)খুলনা জোনাল হেড মনজুর হাসান। এ সময় উপস্থিত ছিলেন জোনাল কর্মকর্তা মো: আবরার ইসলাম, ব্যাংক কর্মকর্তা সাহেদুজ্জামান, আল ফারুক, আশফুলর আল, মিনহাজুল ইসলাম, সাবেক ইউপি রফিকুল ইসলাম, ব্যবসায়ি আব্দুল মাজেদ, আলতাফ হোসেন। অনুষ্টানটি পরিচালনা করেন আল আরাফা ইসলামি ব্যাংকের ঝাউডাঙ্গা শাখার সিনিয়র অফিসার মো: আশরাফ উল আলম।