
শেখ রিপজা হোসেন, ফিংড়ী থেকে: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়ায় প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারী খালে গায়ের জোরে নেট-পাটা দিয়ে দখল করে রাখার অভিযোগ উঠেছে । (৩ আগষ্ট) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন প্রভাবশালী গায়ের জোর দেখিয়ে অবৈধ ভাবে সরকারী খালে নেট-পাটা দিয়ে দখল করে রাখার কারনে জোড়দিয়া দক্ষিণ বিলের পানি নিস্কাশন হতে পারছেনা। এতে করে মৎস্য চাষীরা বিপাকে পড়ে গেছে। এলাকার মৎস্য চাষীরা বলেন, মহামারী করোনার কারনে আমরা কোন কাজ কাম করতে পারছিনা। কোন রকম ভাবে আমাদের সংসার চলছিল ঘেরের চিংড়ী মাচ বিক্রি করে। হঠাৎ বৃষ্টি হবার কারনে আমাদের মৎস্য ঘের গুলো সব একাকার হয়ে গেছে। তারা বলেন, প্রভাবশালীরা খালে নেট-পাটা দিয়ে রাখার জন্য ঠিক মত পানি নিস্কাশন হতে পারছেনা। ফলে আমরা মৎস্য চাষীরা বিপদে পড়ে গেছি। খাল দিয়ে পানি নিস্কাশন না হবার জন্য জোড়দিয়া গ্রামের ৫০টার মত বশতবাড়ী তলিয়ে আছে পানিতে। সাতক্ষীরা জেলা প্রসাশক মো:হুমায়ুন কবীর ২৪ ঘন্টার ভিতরে সাতক্ষীরা জেলার সকল খালের নেট-পাটা উঠিয়ে নেয়ার আদেশ দিয়েছিলেন আমরা শুনেছি। কিন্তু আজও জোড়দিয়ার দক্ষিণ বিলের নেট-পাটা তোলা হয়নি। প্রভাবশালীরা টাকা দিয়ে আর গায়ের জোর খাটিয়ে এখনও সরকারী খালে নেট-পাটা দিয়ে মৎস্য চাষীদের ক্ষতি করে যাচ্ছে । এ খাল দিয়ে ২০ গ্রামের পানি নিস্কাশন হয়। এখন যদি দ্রুত পদক্ষেপ না নেয়া হয় তাহলে ২০টা গ্রাম পানিতে তলিয়ে থাকবে। ফলে সাধারণ জনগণ সহ সকল স্তরের মানুষ দূর্ভোগে পরবে।