
শেখ ইমরান হোসেন: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে তিনটি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময়ে চেয়ারম্যান পদে ২জন, ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১১জন ও ৭টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টা থেকে অফিস চলাকালিন সময় মোট ৪০ জন প্রার্থীর মনোনয়ন গ্রহণের কথা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও সহকারি রিটানিং কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ। তিনি জানান, আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: নজরুল ইসলাম এবং চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ খলিলুল্লাহ ঝড়ু মনোনয়ন জমা দিয়েছেন। তিনি আরও জানান, এবারের নির্বাচনে জেলার ১ হাজার ৬১জন ভোটার রয়েছে যারা আগামী ১৭ অক্টোবর ইভিএমে ভোট প্রদান করবেন।