
কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। ’করোনা ভাইরাস’ পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার বেলা ১২টার দিকে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে ৩ শ’ অসহায় পরিবারের মাঝে ওই নগদ অর্থ প্রদান করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান রাজু, জেলা পরিষদ সদস্য বেগম রোকেয়া মোসলেমউদ্দীন।
অর্থ প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউিটের সভাপতি শেখ সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডঃ শেখ কামাল রেজা, ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, যুবলীগ নেতা শেখ শহিদুজ্জামান মিঠু ও শেখ ওহিদুজ্জামান টিটুসহ অসহায় পরিবারের সদস্যবৃন্দ।