
নিজস্ব প্রতিবেদক: জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস’র আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস ২০২৩ পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা কালেক্টর পার্ক চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস’র সহকারী পরিচালক মোস্তফা জামান, জরিপ অফিসার আব্দুল মজিদ, আব্দুস সালাম, অফিস সহায়ক মো. ফারুক হোসেনসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল র্যালি ও আলোচনা সভায় অংশ নেন তারা।