
প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহিদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। রওনক বাসারের সভাপতিত্বে ও মাস্টার আব্দুর জব্বারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আবু কাজী, এড. ইকবাল লোদী, আব্দুল্লাহ আল গালিব বাবলা, বাবলু প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না হলে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষনা করা হয়।