
নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় রাউন্ডে দেশত্ববোধক গানের প্রতিযোগিতায় জারিফ তানহার প্রথম নির্বাচিত হয়েছেন। সে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী। সেই সাথে তার বোন তাহিয়াত ভাব সংগীতে প্রথম হয়ে সাতক্ষীরা জেলার নাম উজ্জ্বল করেছে।
উল্লেখ্য যে, সাতক্ষীরার বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন ও মিসেস শামীমা জাকির দম্পতির কন্যা তাহিয়াত গত ২১-০৫-২০২২ তারিখে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে সপ্তম শ্রেনীতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তার পিতা-মাতা সবার কাছে পুত্র ও কন্যার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।