
প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় স্বরলিপি একাডেমির উদ্যোগে এক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যাপক ইদ্রিস আলী, কবি সৌহার্দ সিরাজ, মনিরুজ্জামান মুন্না প্রমুখ। সংগীত পরিবেশন করেন খুলনা বেতারের নজরুল সংগীত শিল্পী ও স্বরলিপি একাডেমির পরিচালক ওস্তাদ শহীদুল ইসলাম, কবি সৌহার্দ সিরাজ ও উজ্জ্বল সরকার । তবলা সঙ্গত করেন তুষার মিত্র ও উজ্জ্বল সরকার।