
নিজস্ব প্রতিবেদক, তালা:
সাতক্ষীরার তালা উপজেলায় এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক হলেন উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দীন আহম্মদ।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারী ছুটির দিনে শুক্রবার (১৮ মার্চ) জাতীয় পতাকা উত্তোলন করে সন্ধ্যা পর্যন্ত পতাকাটি উত্তোলন করে রাখেন ওই প্রধান শিক্ষক। পরবর্তীতে ঘটনাটি তাকে মুঠোফোনে জানানোর পর বিষয়টি নিয়ে তৎপর হন তিনি ।
অভিযোগ অস্বীকার করে ওই প্রধান শিক্ষক সালাউদ্দিন বলেন, পতাকা উত্তোলনের পর নামানোর বিষয়টি তার খেয়াল ছিলনা। পরবর্তীতে তিনি জানার পর পতাকা নামিয়ে ফেলেন। এটি তার নিছক ভুল বলে দাবী করেন তিনি।
তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টি,ও) তপন কর্মকার জানান, এধরনের ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই তিনি অপরাধ করেছেন। বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস্থ করেন ওই শিক্ষা কর্মকর্তা।