
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দুই জনপ্রতিনিধিকে নারী দিয়ে নগ্ন অবস্থায় ভিডিও ধারন করে চাঁদা আদায়ের অভিযোগে জয়যাত্রা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকাশ ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে এই সাংবাদিক। এ ঘটনায় আকাশ ইসলামসহ ৫ জনের নামে পৃথক দুইটি মামলা হয়েছে সাতক্ষীরা সদর থানায়।
জানা গেছে, সাতক্ষীরা সদর থানায় পর্ণোগ্রাফি আইনে দায়েরকৃত ২৮নং মামলার বাদী একজন জনপ্রতিনিধি। দায়েরকৃত এজাহারে তিনি বলেন, আসামীরা এমটি রুমে ঢুকিয়ে নারী দিয়ে নগ্ন ভিডিও ধারন করে। এরপর জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা চালায়। এ মামলায় আসামী করা হয়েছে আকাশ ইসলামসহ পাঁচ জনকে।
অন্যান্য আসামীরা হলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, যুবলীগ নেতা তুহিনুর রহমান তুহিন, সাংবাদিক মনি ও সম্প্রতি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত দীপ।
পৃথক আরেকটি পর্ণোগ্রাফি আইনে দায়ের করা মামলার বাদীও জনপ্রতিনিধি। মামলার বিবরণে একই ঘটনা উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ওই জনপ্রতিনিধির কাছ থেকে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৪ লাখ টাকা আদায় করা হয়। এই মামলার আসামী আকাশ ইসলাম ও সাদিক। গ্রেফতার সাংবাদিক আকাশ ইসলাম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মামলার বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমি বাইরে থাকায় বিস্তারিত এই মুহূর্তে দিতে পারছি না।
তবে এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎমিশ বলেন, গ্রেফতার আকাশ ইসলামের কাছ থেকে বেশকিছু পর্ণোগ্রাফি উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারী কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষকে প্রতারণার মাধ্যমে ভিডিও ধারণ করে অর্থ আদায় করে আসছিল। আকাশ ইসলাম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।