
আন্তর্জাতিক ডেস্ক: ওম নারায়ণ বর্মা পেশায় কৃষক। ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার বারিবাদা গ্রামে বসবাস। ছেলে প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া করতেন। জব্দ করতে উইল করলেন বর্মা। পৈতৃক কৃষি জমির অর্ধেক লিখে দিলেন স্ত্রীর নামে। বাকি অর্ধেক দিলেন ১১ মাসের দেশি কুকুর জ্যাকিকে। সেই জমির পরিমাণও কম নয়। দু’একর। উইলে আরও লিখলেন, যিনি ৫০ বছরের বর্মার মৃত্যুর পর জ্যাকির দায়িত্ব নেবেন, তিনিই জমির মালিক হবেন। উইলকে স্বীকৃতি দিতে হলফনামায় নথিভুক্ত করেন।