
মো: রাকিব, চট্রগ্রাম:
কাতারে কর্মরত ও অবস্থানকৃত চট্টগ্রামের নাগরিকদের যাতায়েত সুবিধার্থে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর হতে সরাসরি কাতার এয়ারওয়েজ চালুর করার দাবীতে চট্টগ্রাম নাগরিক ফোরামের এক সভা ভাইস চেয়ারম্যান সালামত আলীর সভাপতিত্বে ১৭ই অক্টোবর বিকাল ৩টার সময় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চট্টগ্রামের প্রবাসি কাতারীদের জন্য যাতায়েত সুবিদার কথা বিবেচনা করে ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন এক প্রতিবেদন উপস্থান করেন।
উক্ত প্রতিবেদনে চট্টগ্রামবাসীর আন্দোলনের ফসল এই আন্তর্জাতিক বিমান বন্দর। সেই বিমান বন্দর হতে পুরো বিশে^ বিমান চলাচলের কথা থাকলেও কয়েকটি দেশ মাত্র বিমান চলাচল ব্যতিত অন্য কোথাও আন্তর্জাতিক বিমান চলাচল করেনা। বিশেষ করে কাতারে অসংখ্য প্রবাসী চট্টগ্রামের নাগরিক। তাই কাতার প্রবাসী চট্টগ্রামীদের সমস্যার কথা বিবেচনা করে যাত্রীদের সুবিধার্থে অবিলম্বে কাতার এয়ারওয়েজ চট্টগ্রাম হতে সরাসরি চলাচলের অনুমোদন সরকার কর্তৃক দেওয়া প্রয়োজন।
কাতার এয়ারওয়েজ চলাচলের অনুমোদনের দাবীতে ফোরামের এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আকরাম হোসেন, ডা: শেখ মোহাম্মদ জাহেদ, ফোরামের নারী নেত্রী কানিজ ফাতেমা, ডেন্টিস শিমুল সেন, ডাক্তার শোয়াইবুল ইসলাম, লাভলী দিও, রিনা বেগম, সাদিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস নিশু:, সীমা আক্তার, পায়েল, চামেলী, শাহরিয়ার আলম তাউসিফ, জাফর আলম রবিন, তাসলিম খাঁ, মোহাম্মদ মঈনুদ্দিন, মোহাম্মদ ইসমাইল, গিয়াস উদ্দিন চৌধুরী, অসীম বড়–য়া, তসলিম হাসান হৃদয়, নারী নেত্রী বুলবুল আক্তার, রিনা বেগম প্রমুখ।