
আহাদুর রহমান:
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকার গৃহবধূ করিমন নেছা (৫০), বাকাঁল এলাকার শিক্ষক শামছুর রহমান (৬০) সহ জেলার উপকূলীয় অঞ্চলে নিহতদের রুহের মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারসহ ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
এক বার্তায় তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের লাখ লাখ মানুষ সব সময়ই ঝুঁকির মধ্যে বসবাস করে আসছে। প্রতিবছরই ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানীসহ সম্পদের ক্ষয়-ক্ষতি হয়ে থাকে। বুধবারের ঘূর্ণিঝড় আম্পানে সদর উপজেলার ধূলিহর, ফিংড়ী, শিবপুর, ভোমরা, আগরদাড়ী ইউনিয়নসহ জেলার আশাশুনি, শ্যামনগর, কালিগঞ্জ, কলারোয়াসহ অন্যান্য উপজেলার বিভিন্ন এলাকার বাড়ি-ঘর বিধ্বস্তসহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে। জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসনসহ পর্যাপ্ত পরিমাণ সাহায্য ছাড়া এ সকল পরিবারের পক্ষে ক্ষয়-ক্ষতি কাটিয়ে ওঠা কোনভাবেই সম্ভব হবে না। ঘূর্ণিঝড়ের আঘাতে নিহতদের পরিবারের পুনর্বাসনসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য প্রদানের জন্য আমি সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।