
নিজস্ব প্রতিবেদক: গোরদাড়ী-জোড়দিয়া স্কুল এন্ড কলেজের সদ্য অবরপ্রাপ্ত অধ্যক্ষ বাবু সুনীল কুমার সানা ও প্রাক্তন অধ্যক্ষ জুলফিকার আলীকে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ, কর্মরত শিক্ষক শিক্ষীকাবৃন্দ, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ ও অভিভাবকদের পক্ষ থেকে নজিরবিহীন বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু কৃষ্ণ বন্ধুর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ‘ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট এস এম হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী চেতনার পরিচালক মোঃ আনিছুর রহমান, ইউপি সদস্য আবু সালেকক, প্রাক্তন ইউপি সদস্য নজরুল ইসলাম, প্রাক্তন ইউপি সদস্য হুমায়ুন কবীর, প্রাক্তন প্রধান শিক্ষক দাউদ হোসেন, প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল বাকী প্রমুখ।