
শেখ রিপজা হোসেন:সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে যাক যমক পূর্ণ ৮ দলীও ফুটবল খেলা অনুষ্টিত হয়েছে। শুক্রবার(২২নভেম্বর)বেলা ৪ টায় গোবরদাড়ী জোড়দিয়া কলেজিয়েট মাঠে সদর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড.এস এম হায়দার আলী। খেলায় টিকেট মায়ের বাড়ি ফুটবল একাদশের সাথে জিফুলবাড়ি ফুটবল একাদশের তুমুল প্রতিযোগিতা মূলক খেলা হয়। খেলায় টিকেট একাদশ ১-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ৭নং জার্সি পরিহিত মো.ফরহাদ হোসেন(রনি) গোলটি করে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, মো. জিল্লুর রহমান(জিমি)। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি সাতক্ষীরা ল কলেজের অধ্যাক্ষ এড.এস এম হায়দার আলী। এসময় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সামছুর রহমান, পল্লী চেতনা সংস্হার নির্বাহি পরিচালক মো.আনিছুর রহমান,সাবেক ইউপি সদস্য এস এম হুমায়োন কবীর,ইউপি সদস্য মো.রাজ্জাক,ইউপি সদস্য মো.জাহিদুল আনোয়ার,৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. মুনছুর আলী,সাধারন সম্পাদক মো. আব্দুল গণি প্রমুখ। খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন