
তালা প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউপি চেয়ারম্যান রাজুর নির্বাচনী পথসভা ও একই সাথে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর হতে ৬ শতাধিক মটরসাইকেলসহ সস্রাধিক নেতাকর্মী উক্ত নির্বাচনী পথসভা ও প্রতিবাদ সভায় উপস্থিত হয়। এর আগে চেয়ারম্যান রাজু ঢাকা হতে বাড়ীতে আসার সময় আঠার মাইল হতে কয়েকশ মটরসাইকেলসহ সস্রাধিক নেতাকর্মী শোভাযাত্রা করে নিয়ে আসে। এর পরে শোভাযাত্রাটি উপজেলার গুরত্বপূর্ণ সড়ক সহ খলিলনগর ইউনিয়ন প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে খলিলনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বট তলায় কয়েকশ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য প্রদান প্রদান করেন। তিনি বলেন, খলিলনগর ইউনিয়নে কোন দালাল বাটপার, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, নেশা খোরদের স্থান নেই। আমার সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য গুটিকয়েক দালাল বাটপার উঠে পড়ে লেগেছে। তিনি আরও বলেন, যে প্রকল্পের জন্য আমাকে দায়ী করা হয়েছে, সে প্রকল্পের কাজ ১০০% সম্পুর্ণ করা হয়েছে। প্রকল্পের সভাপতি সংরক্ষিত আসনের ইউপি মেম্বর ঝরনা বেগম প্রকল্পের টাকা বুঝে নিয়ে কাজ সম্পন্ন করে পিআইও অফিসে মাষ্টার রোল জমা দিয়েছেন। তার পরেও আমি বিনা কারনে বহিস্কার হয়েছি। আপনারা ভয় পাবেন না আল্লাহ আমাদের সাথে আছেন। অশুভ শক্তি কখনও জয়লাভ করতে পারবে না। আমি আপনাদের সাথে আছি । আল্লাহ আমাদের সাথে আছে। এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ইবাদুল, শিক্ষক অরবিন্দু মন্ডল, শহিদুল সরদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিরুল গাজী, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী রনি সরদার, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, জামাল হোসেন, সাংবাদিকবৃন্দ, ভীম বসু সহ সস্রাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে একটি টিআর প্রকল্পের সভাপতির স্বাক্ষর জাল করার অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়। সেই প্রেক্ষিতে চেয়ারম্যান আজিজুর রহমান রাজু উক্ত আদেশের বিপরীদে পিটিশন নং ১৯৬৬/২০২১ তারিখ ২২/২/২০২১ তারিখে মহামান্য হাইকোটে একটি রিট পিটিশন করেন। পরবর্তিতে ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের দুই বিচারক মোঃ মজিবুর রহমান মিয়া এবং মোঃ কামরুল হোসেন মোল্যা ৩ মাসের জন্য বরাখাস্তের আদেশ স্থগীত করেন।