
প্রেস বিজ্ঞপ্তি: কুশখালী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার সার্বিক ব্যাবস্থপনায় বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদরের ২নং কুশখালী ইউনিয়ন পরিষদে শতাধিক গাছের চারা প্রদান করেছেন জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, মেম্বর, গ্রামপুলিশ এবং উপস্থিত এলাকা বাসির জন্য এ গাছের চারা প্রদান করা হয়। ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল গফফার বলেন, এজাজ আহমেদ স্বপন ভাই যে উদ্যোগটি নিয়েছেন সেটা একটি মহৎ উদ্যোগ, কুশখালী ইউনিয়ন বাসির পক্ষ তাকে সাধুবাদ জানায়।