
ওমর ফারুক মুকুল: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড রঘনাথপুর গ্রামে আকষ্মিক ঘূর্ণিঝড়ে কয়েকটি ঘর বিধ্বস্ত হয়েছে। গত ১৫ জুলাই বৃহস্পতিবার বিকাল ৬টার সময় ঘটনাটি ঘটে। সরজমিনে ঘটনাস্থল পরিদর্শনে, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য অচিন্ত কুমার মন্ডল ও এলাকাবাসী জানান, হঠাৎ ৫-৬মিনিটের ব্যবধানে ঝড় বৃষ্টিতে রঘনাথপুর গ্রামের দুলাল মন্ডল, হানিফ মোড়ল, মাসুদ সরদার, মকন্দ সরকার, ও আশরাফুল লস্কর সহ কয়েকজনের ঘরের চাল উড়ে লন্ডভন্ড হয়েছে। এই ঘটনার খবর পেয়ে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, পিআইও শফিউল বাশার, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম রাত্রে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্থদের সরকারি চাল, ডাল, তেল ও খাদ্য সামগ্রী প্রদান করেন এবং তাদের সরকারি-বেসরকারি আর্থিক সহায়তা প্রদানের আশ^াস দেন।