
স্টাফ রিপোর্টার, দেবহাটা:
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের অনুদান প্রকল্প অনুমোদনের চিঠি হস্তান্তর করলেন জেলা পরিষদের সদস্য আল-ফেরদাউস আলফা। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলামের নির্দেশনায় ৩০জানুয়ারি রবিবার বিকাল ৩টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে প্রকল্প অনুমোদনের চিঠি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক, সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ করদাতা আশিকুর রহমান আশিক, দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাংবাদিক ওমর ফারুক মুকুল, দৈনিক গনমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি আবীর হোসেন লিয়ন।
কুলিয়ার খাসখামার বায়তুন মামুর জামে মসজিদে ১লক্ষ টাকা, শশাডাঙ্গা নতুন জামে মসজিদে ১লক্ষ টাকা, সুবর্ণবাদ দূর্গা মন্দিরে ১লক্ষ টাকা, কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫০হাজার টাকা ও কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবে ৫০হাজার টাকা স্ব স্ব প্রতিষ্ঠানের সভাপতি ও সেক্রেটারিদের উপস্থিতিতে প্রকল্প অনুমোদনের চিঠি হস্তান্তর করেন।