
কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়ায় ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের যৌথ উদ্যোগে করোনা মোকাবেলায় স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪মে) বিকাল ৪টায় সামাজিক দূরত্ব বজায় রেখে বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কুলিয়া ইউপির বহেরা ও খাসখামার গ্রামের ৬৭টি পরিবারের মাঝে উক্ত উপকরণ বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেক পরিবারের মাঝে নাক ও মুখ ঢাকার মাস্ক ৫০পিচ, ১২৫গ্রাম গোসল করা সাবান ১০পিচ, ২০০গ্রাম প্যাকেটের কাপড় কাচা গুড়া সাবান ৫প্যাকেট, ২০০গ্রাম প্যাকেটের ব্লিচিং পাউডার ২ প্যাকেট, স্যানিটারী প্যাড ১০ প্যাকেট, প্লাস্টিকের মগ ১৫০০ মিলি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার ফুলি সরকার, প্রোগাম অফিসার পলভক্ত মন্ডল, সুশীলনের প্রজেক্ট অফিসার রাসেল আহমেদ, কুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা ফাতেমা খাতুন, মনিটারিং অফিসার মামুন হোসেন, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি চন্দ্রা মল্লিক ও সাধারন সম্পাদক হোসেন আলী প্রমূখ।