
স্টাফ রিপোর্টার, দেবহাটা: কুলিয়া ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারমান প্রাথী আসাদুল ইসলাম। বুধবার সকাল ১১টার সময় উৎসবমুখর পরিবেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এসময় কুলিয়ার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মমিন, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মজনুর রহমান, দেবহাটা উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামসহ আওয়ামী লীগ সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা শতশত মানুষ উপস্থিত ছিলেন।
এসময় নৌকার প্রাথী আসাদুল ইসলাম বলেন, কোন অযোগ্য ব্যক্তিকে জননেত্রী শেখ হাসিনা নৌকা তুলে দেননি। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার শরীরে আওয়ামী লীগের রক্ত। আমি যোগ্য বলেই জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমি নৌকার মাঝি হিসাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাবো। কুলিয়া ইউনিয়নের মানুষ আমাকেই চায়। আমি ইউনিয়নবাসীকে একটি মডেল ইউনিয়ন উপহার দিবো।