
ধুলিহর (সাতক্ষীরা সদর) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে ফিতা কেটে শহীদ মিনারের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ নজরুল ইসলাম। শনিবার (৪ জুলাই) বিকাল ৫ ঘটিকায় স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্জ্ব মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক সহযোগীতার আশ্বাস ও প্রধান শিক্ষককে বিদ্যলয়ের সার্বিক উন্নয়নের ভূয়শী প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ শামছুর রহমান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহাদেব কুমার ঘোষ, ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু অহিদ (বাবলু), ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তার, ওয়ার্ড যুবলীগ সভাপতি সেলিম হোসেন টুটুল, বিদ্যালয়র ম্যানেজিং কমিটির সদস্য আল মাহমুদ, মোজাফ্ফার হোসেন, চন্দন ঘোষ, রুমা খাতুন, কামরুর নাহার, দৈনিক সাতনদী’র ধূলিহর প্রতিনিধি আমীরুল ইসলাম (রাজীব), অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেনবিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিআরএম হুমায়ূন কবির (রানা)।