
নিজস্ব প্রতিবেদক :
কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল নির্বাচন ঘিরে উপজেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই সূত্র ধরে বুধবার ৮ই এপ্রিল ২০২৫ বিকাল ৫ ঘটিকার সময় কলেজ ছাত্রদলের একপক্ষ কালিগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বর্তমান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজের ক্রস চিহ্নিত ছবি সম্বলিত ব্যানার প্রদর্শিত হয়। প্রতিবাদ সমাবেশটি কালিগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের সঞ্চালনায় আরম্ভ হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বিশেষ বিশেষ বক্তব্য রাখেন,
কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ন আহ্বায়ক শফিউল আলম মিলন, যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, জেলা ছাত্র দলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপজেলা ও কলেজ ছাত্র দলের রবিউল ইসলাম, জীবন বিশ্বাস,তাজ সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ।
এছাড়াও কলেজ ছাত্রদলের সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজকে আওয়ামী লীগের দোসর ও ৫ই আগস্ট ২০২৪ পরবর্তী সময়ের চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করেন।
এছাড়া বক্তারা, ছাত্রদলের ব্যানারে পারভেজ মিথ্যাচার করছেন মর্মে অভিযোগ ব্যক্ত করেন এবং উক্ত মিথ্যাচারের তীব্র প্রতিবাদ করেন। সেই সাথে বক্তারা পারভেজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ জানান ,” প্রতিবাদ সমাবেশ কারীরা কেউই ছাত্রদলের সদস্য নয়। সকলেই আওয়ামী লীগের দোসর ও বহিরাগত। যার উপযুক্ত প্রমাণ ও ছবি আমার কাছে আছে। আমি উপজেলা ছাত্রদলের দায়িত্বে থাকা অবস্থায় কোন বহিরাগত ও ছাত্রলীগের দোসরদের কলেজ ক্যাম্পাসে অনুপ্রবেশ করতে দিব না এবং আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে সবগুলোই মিথ্যা ও ভিত্তিহীন।”
ইতিপূর্বে একই ঘটনার পরিপ্রেক্ষিতে পারভেজ সমর্থিত ছাত্রদলের একপক্ষ বিক্ষোভ সমাবেশ করেছিলেন।