
হাফিজুর রহমান: সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা জুড়ে সর্বত্র চলছে আইনঅমান্য করে ধুমপান ও তামাক পণ্যের চোক ধাঁদানো চটকদার বিজ্ঞাপন। জনকল্যাণে ধুমপান তামাকজাত দ্রব্যের নিয়ন্ত্রন আইন হলেও তার প্রয়োগ না থাকায় প্রতিনিয়ত প্রচার প্রসার ঘটেই চলেছে। এলক্ষে তামাক কোম্পানীর বিজ্ঞাপন বন্ধে ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার রাস্তার ধারে চায়ের দোকান গুলোতে তামাক জাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ই মোবাইল কোর্টের অভিযোগ দায়ের করা হয়েছে। গত রবিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজারের চায়ের দোকান ফাষ্টফুট এবং দোকানে দি ইউনিয়ন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সর্বাত্বক সহযোগীতায় বেসরকারী মানবাধিকার দলিত উন্নয়ন সংস্থা মিডার বাস্তবায়নে একার্যক্রম পরিচালনা করা হয়। মিডা সংস্থার পরিচালক জানান যে, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন ২০০৫ এর তামাক জাত দ্রব্যের বিজ্ঞাপন সম্পুর্ন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আইন উপেক্ষা করে বিভিন্ন বাজারে মুদিখানা ও চায়ের দোকানে তামাক জাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করিতে দেখা যাচ্ছে। যাহা জন কল্যাণে প্রণীত ধুমপান ও তামাক জাত দ্রব্যের নিয়ন্ত্রন আইনের ০৫ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু উপজেলা জুড়ে হাট বাজার ঘুরে দেখা গেছে বিড়ি সিগারেট জর্দা ও তামাক পন্যের দোকান গুলোতে এসমস্ত অবৈধ বিজ্ঞাপন ছেয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ কে ধুমপান মুক্ত ঘোষনার বাস্তবায়িত হবে না।