
হাবিবুল্লাহ বাহার নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে ১ গৃহবধূ আত্মহত্যা করেছে। গৃহবধূর নাম ফাতেমা খাতুন (১৯)। সে উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের নুরুজ্জামান এর স্ত্রী। থানা সূত্রে জানা গেছে, সোমবার দেড়টার সময় সময় গৃহবধূ পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে ওড়নার সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। মঙ্গলবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে জানা গেছে।