
নিজস্ব প্রতিবেদক: পঞ্চম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রতিশ্রæতির ফাঁদে ফেলে ধষর্ণ, সাত মাসের অন্তঃসত্ত¡ার ঘটনায় আদালতের নির্দেশে থানায় মামলা দায়ের হয়েছে।
সাতক্ষীরার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের নির্দেশে গত শনিবার রাতে কালিগঞ্জ থানায় মামলা দায়ের হয়। মামলা নাম্বার ১৬। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক( তদন্ত) মিজানুর রহমান সোমবার ২৭ ডিসেম্বর বেলা ১২ তার সময় ঘটনাস্থল হতে ধর্ষকের মোবাইল ফোন জব্দসহ তদন্ত কাজ সম্পন্ন করেন। তবে ওই সময় ধর্ষক সোহাগ হোসেন ওরফে সবুজকে বাড়িতে পাওয়া যায়নি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, মামলা হলে আমি সোমবার ঘটনাস্থলে যেয়ে তদন্ত কাজ সম্পন্ন করেছি। আজ ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। আসামী যতই শক্তিশালী হোক এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। আসামি যেখানে থাক তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।