
হাফিজুর রহমান: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পুলিশ কর্মকর্তা, ইসলামী ব্যাংক কর্মকর্তা সহ নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। নতুন করে সনাক্তরা হলেন কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক অনুপ কুমার দাশ (৪০), পুলিশ কনস্টেবল রিক্তা পারভীন (২৬), নাজমুল আলম (২৩), কালিগঞ্জ ইসলামী ব্যাংক শাখার এইচ.এম. খায়রুল (৩৬), হাবিবুর রহমান (৪০), ফয়সাল মাহমুদ (৩২), সিদ্দিকুর রহমান (৪১), সাইফুল্লাহ (৪০), বাজারগ্রামের শেখ আব্দুর রউফের পুত্র আব্দুর রাজ্জাক (৩২) এছাড়াও একজন দেবহাটা উপজেলার ব্যক্তি আছেন।
গত ১৩ জুলাই কালিগঞ্জ হাসপাতাল থেকে মোট ২৪ জন এর নমুনা সংগ্রহ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। তার মধ্য থেকে গতকাল বৃহস্পতিবার মোট ১০ জনের করোনা পজেটিভ রিপোর্ট ধরা পড়ায় বিষয়টি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়বুর রহমান কে অবগত করানো হয়। বিষয়টি নিশ্চিত হয়ে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা প্রশাসন কে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে স্ব স্ব ইউনিয়নের করোনা এক্সপার্ট টিমের সদস্যরা আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষনা করেন।
উপজেলায় গতকাল নতুন করে কালিগঞ্জে ৯ জনের শরীরে করোনা সনাক্ত হওয়ায় এনিয়ে কালিগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৬ জনে এসে দাড়ালো। কালিগঞ্জ উপজেলা জুড়ে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমন। উপজেলায় যে হারে করোনা রোগী বাড়ছে তাতে উদ্ববিঘœ সচেতন মহল। তবে সাধারণ মানুষের মধ্যে এখনও সৃষ্টি হয়নি সচেতনতা। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা অনেকেই মানছে না। অনেকে মাস্ক ছাড়াই চলাচল করছেন। সামাজিক দুরত্ব বজায় না রাখার প্রয়োজনীয়তা বাড়ছে। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও ঠেকানো যাচ্ছে না জন সমাগম। শহর গ্রাম ও বিভিন্ন বাজার সহ চায়ের দোকানেএকই চিত্র।
উপজেলার বিভিন্ন হাটবাজার দোকান গুলোতে স্বাস্থ্য বিধি না মেনে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে কেনাকাটার জন্য। মানুষের সংস্পর্শ এড়িয়ে চলার জন্য হাট বাজার গুলোতে এক দিক দিয়ে প্রবেশ করে অন্য দিক থেকে বের হওয়ার নির্র্দেশনা থাকলেও তা কোথাও মানা হচ্ছে না। ব্যাংক গুলোতে একই অবস্থা। বাইরে ঠাসাঠাসি লম্বা লাইন। যে কারণে ইদানিং ব্যাংক কর্মকর্তারা বেশি আক্রান্ত হচ্ছে। ইতি মধ্যে কালিগঞ্জ ইসলামী ব্যাংকের ১৭ জন কর্মকর্তা কর্মচারীর করোনা পজেটিভ ধরা পড়েছে। উপজেলার গ্রাম, বাজারে বিভিন্ন হোটেল ও চায়ের দোকানে মানুষ সামাজিক দুরত্ব বজায় না রেখে আড্ডা দিচ্ছেন। নাগরিক সচেতনতা তৈরী না হলে সংক্রমনের সংখ্যা আরও দিন দিন বাড়তে পারে বলে আশংখ্যা করছেন অনেকেই। সংক্রমন ঠেকাতে ঘরে আবদ্ধ সময় বাড়ানো এবং প্রশাসনের আরও কঠোর হওয়ার আহবান জানিয়েছেন বিভিন্ন মহল।