
হাবিবুল্লাহ বাহার , নিজস্ব প্রতিবেদক কালিগঞ্জ– কালিগঞ্জের চাম্পাফুলে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে হীরালাল মণ্ডল ওরফে হারু ডাক্তার (৪৮) নামে এক গ্রাম ডাক্তারকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সে ওই এলাকার নিরাপদ মণ্ডলের ছেলে।
স্থানীয় সুত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবত হারু ডাক্তার ওই গ্রামের ৬ বছরের এক শিশু কন্যাকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে আসছিল। বিষয়টি পরিবারের সদস্যদের সন্দেহ হলে শিশু কন্যাকে জিজ্ঞাসা করলে সে সব কিছু কাছে স্বাীকর করে। পরে বিষয়টি স্থানীয়রা গ্রাম পুলিশ দিয়ে বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে গ্রাম ডাক্তার ধর্ষক হারুকে আটক করে থানায় খবর দেয়। থানা হতে উপ- পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হারু ডাক্তারকে আটক করে । এঘটনায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতনদীকে জানান, শিশুকে ধর্ষনের অভিযোগে হীরালাল মণ্ডল ওরফে হারু ডাক্তারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে।