
হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: ক্রেতা সেজে অভিনব ফাঁদে ফেলে দেড় কেজি গাঁজাসহ আব্দুল হামিদ ও সাইফুল ইসলাম নামে দু’জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে ছদ্মবেশে সহকারি উপপরিদর্শক জিল্লুর রহমান ও কনস্টেবল ইমাম হোসেন বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের ফেরাসতুল্লার মোর নামক স্থান হতে দেড় কেজি গাজা সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি আব্দুল হামিদ (৩৮) উপজেলার গান্ধুলিয়া গ্রামের আশরাফ আলীর পুত্র ও তার অপর সহযোগী একই গ্রামের আব্দুল জলিলের পুত্র সাইফুল ইসলাম (২৮)। উক্ত ঘটনায় থানার উপসহকারী পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মাদক আইন একটি মামলা দায়ের করেছে। মামলা নাম্বার ২০।
থানার উপ সহকারি পরিদর্শক জিল্লুর রহমান সাংবাদিকদের জানান আব্দুল হামিদ এবং সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত ভারত হতে গাঁজা, ফেনসিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। আমরা এমন গোপন সংবাদ পেয়ে ক্রেতা সেজে তাদেরকে আটক করতে সক্ষম হই।