
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: জমি-জমা সক্রান্ত পূর্ব শত্রুতা ও পারিবারিক কলহের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সান্ত্রাসিদের পিটুনিতে নারী, পুরুষসহ ৫ জনকে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টার সময় কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের নন্দিকাটি গ্রামে এঘটনা ঘটে। গুরুতর আহদের ঐ সময় স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। আহতরা হলো উপজেলার নন্দীকাটি গ্রামের মৃত অনিল সরকারের পুত্র অচিন্ত্য সরকার (৫০), তার ভাই অনিমেষ সরকার (৪৫), স্ত্রী পুষ্প রানী সরকার (৩৫), মদন সরকারের স্ত্রী স্বরস্বতী সরকার (৪৮), অবিনাষ সরকারের স্ত্রী শষ্টি রানী সরকার (৩৫)। এ ব্যাপারে অচিন্ত্য সরকার বাদী হয়ে শনিবার থানায় একটি এজাহার দায়ের করেছে। অভিযোগের সূত্র এবং হাসপাতালে অনিমেষ ও অচিন্ত্য সরকার এ প্রতিনিধিকে বলেন নন্দীকাটি গ্রামের সুধাংশ, পরিতোষ গং এর সঙ্গে জমি-জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে শনিবার সকাল আনুমানিক ৯টার সময় কথা কাটাকাটির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হরেন সরকারের পুত্র সুধাংশ (৫০), তারাপদ এর পুত্র জয়ন্ত (২২), শরত সরকারের পুত্র তাপস (৩০), সুকুমার (৩২), মৃত ওমো সরকারের পুত্র পরিতোষ (৫০) এবং আদিত্য মন্ডলের পুত্র উত্তম (৩২), সংঘবন্ধ ভাবে হাতে দা, সাপল, লাঠি ও রড নিয়ে বেধড়ক পিটিয়ে বাড়ীর নারী, পুরুষ সহ ৫ জনকে রক্তাক্ত জখম করে।