
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আ.লীগের সহসভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। বুধবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ^াস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এদিকে, আওয়ামী লীগ নেতা শেখ রিয়াজ উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাঈদ মেহেদী। তাৎক্ষণিক প্রদত্ত এক শোক বার্তায় সাঈদ মেহেদী বলেন, শেখ রিয়াজ উদ্দীন আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দল ও দেশের জন্য কাজ করেছেন। তার শূন্যতা পূরণ হবার নয়।