
হাবিবুল্লাহ বাহার: কালিগঞ্জে একটি পরিবারকে চেতনানাশক ঔষধ ছিটিয়ে সকলকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেছে দুবৃর্ত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামে। পরবর্তীতে অচেতন পরিবারের সদস্যদের ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চেতনানাশক স্প্রের কারণে মারাত্মক অসুস্থরা হলেন, পশ্চিম নারায়ণপুর গ্রামের সুরত আলী মোড়ল এর পুত্র সালাহ উদ্দীন মোড়ল (৫২), তার স্ত্রী খাদিজা খাতুন (৪০), কন্যা হানিফা খাতুন (১৪) ও তাকিয়া সুলতানা (১২)।
স্থানীয়রা জানান , বৃহস্পতিবার (০৪-ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার সময় প্রতিদিনের ন্যায় সালাহ উদ্দীন ও তার স্ত্রী এবং দু’কন্যা রাতের খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমিতে যায়। পরের দিন শুক্রবার (০৫-ফেব্রুয়ারী) ছোট মেয়ে তাকিয়া সুলতানার সকালে ঘুম ভেঙ্গে যায়। সে পিতা, মাতা ও বোনকে ডেকে সাড়া না পাওয়ায় বিষয়টি দ্রুত প্রতিবেশীদেরকে অবহিত করে। তারা যেয়ে বাড়ির গ্রীলের দরজার তালা ও গ্রীল কাটা অবস্থায় দেখতে পায়। এবং দ্রুত তাদেরকে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় দুর্বৃত্তরা নগদ ৭৩ হাজার টাকা , ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ চার ৩ লক্ষাধীক টাকার আসবাবপত্র নিয়ে গেছে। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন বলেন, উক্ত বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।