
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে করোনা নমুনা কালেশনসহ বিভিন্ন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭আগস্ট) বেলা ১২ টার দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাডঃ মুস্তফা লুৎফুল্লহ।
অনাড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ-মুনীর-উল গীয়াস।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার তানভীর ছিদ্দিকী, ডাক্তার মাহদী আল মাসুদ, প্রধান সহকারি কাম হিসাব রক্ষক আবুল কালাম, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলামসহ চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বিরামহীন বৃষ্টিস্নাত দিবসে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা কালেকশন বুথ, বিষ খাওয়া রোগীর ওয়াশ শেড, টিকিট কাউন্টার, তথ্য কেন্দ্র ও স্বাস্থ্য শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।