
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়্যাহ এ শনিবার বেলা ১১টায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ অহিদুজ্জামান বিন সোলায়মান। কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান প্রশিক্ষক ও গবেষক (শিক্ষা মন্ত্রণালয়,ঢাকা) সাঈদুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজেরর প্রভাষক এম ফরিদ, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, হাফেজ মহাসিন আলী, অভিভাবক হাছানুর রহমান, আফজাল হোসেন সেলিম, ইমদাদুল হক গোলাম সরোয়ার, রেজাউল করিম বিশ্বাস। অনুষ্ঠানে মাদ্রাসার ইবতেদায়ী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ ছাত্রীকে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।