
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্যোগ সারা বিশ্বে সম্ভবত এই প্রথম। বই বিতরণের এই ধারাবাহিক কর্মসূচি ইতোমধ্যে এক নজিরবিহীন বই উৎসবে পরিণত হয়েছে।
কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য জননেতা অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। স্কুলের হলরুমে বুধবার বেলা সাড়ে ১১ টায় বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত)সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন সভাপতিত্ব করেন। প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক আব্দুর রব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সাতক্ষীরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, সহকারী প্রধান শিক্ষক আবদুর রকীব, সাংবাদিক পরিষদের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।