
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় দুপুরের খাবার খেয়ে মাদ্রাসার সতের জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার কলারোয়া পৌরসভার কলাগাছি মোড়ে অবস্থিত মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়াহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিক্ষার্থীদের ভাতের সঙ্গে মাছের তরকারী দেওয়া হয়। খাবার খেয়ে শিক্ষার্থীরা প্রথমে পেটে ব্যথা অনুভব করে। পরে বমি শুরু করে এবং পাতলা পায়খানা শুরু করে। বুধবার সকালে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম বলেন, খাবার খাওয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। তাছাড়া প্রত্যেক শিক্ষার্থীর অসুস্থ হওয়ার লক্ষণ একই রকম। তবে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা ব্যক্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার প্রিন্সিপাল অহিদুজ্জামান বলেন, প্রতিদিনের মতো শিক্ষার্থীদের ভাত ও মাছ দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, আকাশের পানি পাত্রে ধরে রাখা ছিল। সেই পানিতে একটা নতুন কাপড় পড়েছিল। সেই কাপড়ে কোন বিষক্ত পদার্থ থাকার কারনে এ রকম সমস্যা হয়ে থাকতে পারে। তিনি আরও বলেন এই খাবার শিক্ষক শিক্ষার্থীসহ ৭০ জন খেয়েছিলেন। কিন্তু ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বাকী সকলেই সুস্থ আছেন।