
কামরুল হাসান, কলারোয়া থেকে: কলারোয়ায় বুধবার(৩০সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবসটি পালিত হয়েছে।
‘শিক্ষা-পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধ করি’এ প্রতিপাদ্য সামনে রেখে এবার কন্যাশিশু দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু।
উপজেলা অডিটোরিয়ামের অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন কন্যাশিশুদের প্রতি বৈষম্য দেখানো চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে।