
কলারোয়া ব্যুরো:
কলারোয়ার চন্দনপুরে ১২ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর আওতায় অসহায়, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ওই বাইসাইকেল বিতরণ করা হয়।
চন্দনপুর ইউনিয়নের হিজলদী হাইস্কুলের ১২জন ছাত্র-ছাত্রীর হাতে ওই সাইকেল তুলে দেওয়া হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও অনুরূপভাবে বাইসাইকেল পাবে বলে সেসময় জানানো হয়। চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য হেলাল আনছারী, ফারুক আনছারী, আব্দুল্লাহ আল মামুন, নিজামুদ্দীন মন্টু, শাহানুর রহমান প্রমুখ।
সমাজের অবহেলিত অস্বচ্ছল পরিবারের স্কুলগামী শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে যাওয়া আসার জন্য এমন বাহন পেয়ে কর্তৃপক্ষকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে শিক্ষার্থী এবং তাদের পরিবার।