
কলারোয়া, (সীমান্ত) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনামণি সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ই অক্টোবর)সকালে স্থানীয় খালধার আহলে হাদিস জামে মসজিদে সোনামণিদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ সাতক্ষীরার সাংগঠনিক জেলার সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেম্বার মনসুর আলী বিশ্বাস,মসজিদ কমিটির সভাপতি রুপচাঁদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম, ইমাম হাফেজ আবু সাঈদ ,ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান, প্রিমিয়ার ছাত্র সংঘ কেঁড়াগাছি ইউনিয়ন শাখার সভাপতি তৌহিদুজ্জামান, রুহুল আমিন আবু সাঈদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।