
কলারোয়া ব্যুরো:
কলারোয়ায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৪র্থ পর্যায়ে উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়নে ১ম, ২য়, ৩য় পর্যায়ে ইতিমধ্যে ২২০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। কলারোয়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষে ৪র্থ পর্যায়ে অবশিষ্ট ১৫৫ টি পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে। জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ২২ মার্চ ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী শুভ উদ্ভোধন করবেন এবং কলারোয়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করবেন বলে উপজেলা প্রশাসন নানামুখী কার্যক্রম গ্রহণ করেছেন। উপকারভোগী, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ সকল শ্রেণির পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম। এছাড়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন।