
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়া উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি সাংবাদিক আসাদূজ্জামান আসাদের দাদা আতর আলি দফাদার (৯৫) মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ছেলে ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন।
এদিকে, বুধবার বেলা ১১টার সময় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে মরহুম এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে তুলসীডাঙ্গাসহ কলারোয়ার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ পরিচালনা করেন উপজেলা মসজিদের সাবেক খতিব মাওলানা শেখ কামরুল ইসলাম।
জানাজা নামাজ শেষে তুলসীডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।