
আহাদুর রহমান জনি: জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপির সভাপতিত্বে ১০ সেপ্টেম্বর শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দিতার জন্য নজরুল ইসলামকে মনোননিত করা হয়।
আগামী ১৭ অক্টোবর সাতক্ষীরাসহ সারাদেশে ৬১ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৬ জন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছিলেন। তারা হলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, বর্তমান জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, তালা উপজেলা আওয়ামী লীগের সভপতি শেখ নুরুল ইসলাম। তাদের মধ্য থেকে আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে মনোনিত করা হলো।
এদিকে আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের উচ্ছসিত দেখা যায়। সর্বশেস খবর পাওয়া পর্যন্ত অন্যান্য প্রার্থীরা দলের মনোননিত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে জানা যায়।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে এবছর ৭৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ৯ জন ইউপি সদস্য, ৩ জন সংরক্ষিত ইউপি সদস্য, ২ টি পৌরসভা মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং ৭টি উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলে মোট ১০৮১ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।