
জি.এম আমিনুর রহমান: মহামারী করোনায় করণীয় বর্জনীয় বিষয়ে শ্যামনগর থানার আয়োজনে থানার হল রুমে বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে শ্যামনগর থানায় কর্মরত অফিসার ফোর্সের অংশ গ্রহণে করোনা মোকাবেলায় করণীয় বর্জনীয় বিষয়ে আলোচনা করেন শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জুবায়ের হোসেন, এমওডিসি ডাঃ ওমর ফারুক চেীধুরীসহ অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ।
এ ছাড়া বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ জামিরুল ইসলাম, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইয়াছিন আলম চেীধুরী।