
দিয়া, জুবায়ের, তাহরিমা, মহিম, মায়িশা, নিহা ও সুমাইয়া বিজয়ী
মাসুদুর রহমান মাসুদ : সাতক্ষীরা জেলার ১২ নং আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত ভবিষ্যতের নের্তৃত্ব তৈরীতে সহায়ক এ নির্বাচনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে মোট ভোটার ছিল ৩৫৬ জন। বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনীর প্রত্যেক শ্রেণী থেকে ২ জন করে এবং এর মধ্যে যেকোন শ্রেণী থেকে অতিরিক্ত আরও ১ জন সহ মোট ৭ জন কাউন্সিলর নির্বাচনে মোট ২০ জন ছাত্র-ছাত্রী কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে। নির্বাচন শেষে অন্যান্য শিক্ষকদের সহায়তায় ভোট গণনা শেষে রিটানিং অফিসার প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে ৩য় শ্রেণী থেকে প্রতিদ্ব›িদ্ব মোট ৬ জন প্রার্থীর মধ্যে দিয়া (রোল ৩২) ২০২ ভোট ও জিএম জুবায়ের আহমেদ (রোল ৩৫) ১২৭ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এ শ্রেনীর প্রতিদ্ব›িদ্ব অন্যান্যদের মধ্যে তাহমিদুজ্জামান শুভ (রোল ১১০) ৬৩ ভোট, নিতুল মোজাদ্দেদ (রোল ১১৪) ৩৮ ভোট, মহসীন হোসেন (রোল ১১৩) ৩২ ভোট এবং মোস্তাকিম সরদার (রোল ৬০) ১৭ ভোট পায়।
চতুর্থ শ্রেণীর প্রতিদ্ব›িদ্ব সর্বোচ্চ মোট ১০ জন প্রার্থীর মধ্যে তাহরিমা মেহজাবিন (রোল ২) ৯৮ ভোট এবং মুন্তাসির রহমান মহিম (রোল ৮) ৮৪ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এ শ্রেনীর প্রতিদ্ব›িদ্ব অন্যান্যদের মধ্যে সজীব হোসেন (রোল ৯৬) ৮১ ভোট, সাবরিনা মেহেরিন (রোল ১) ৬৬ ভোট, অন্তরা হাবীবা (রোল ৯২) ৪৯ ভোট, আকসা ইসলাম (রোল ৯৪) ৩৯ ভোট, রাফসান জামান অরণ্য (রোল ৫) ৩০ ভোট, জান্নাতুল ফেরদৌস (রোল ১২২) ৩০ ভোট, নুসরাত জাহান (রোল ১২১) ২৮ ভোট এবং সামীর আহমেদ (রোল ১৮) ১৮ ভোট পায়।
৫ম শ্রেণীর প্রতিদ্ব›িদ্ব ৪ জন প্রার্থীর মধ্যে মায়িশা মৌনতা (রোল ৯১) ২১৭ ভোট ও তাসনিম আক্তার নিহা (রোল ২) ২০৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এ শ্রেনী থেকে সুমাইয়া ইসলাম (রোল ৯৯) ১৪৮ ভোট পেয়ে অতিরিক্ত আরও ১ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এ শ্রেণীর প্রতিদ্ব›িদ্ব অপর প্রার্থী ফারদিনা আফরিন (রোল ৫) ৭৭ ভোট পায়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিল ৫শ শ্রেণির আসফিয়া আফরিন সারাহ, সহকারী প্রিজাইডিং রাকিব নুর আনন, তারিনা সুলতানা, নির্বাচন কমিশনার মালিহা তাবাসছুম ঐশী, পোলিং অফিসার তাহাসিনুল ইসলাম, ফাহিম শাহরিয়ার, মেঘা খাতুন ও জুলেখা খাতুন, পুলিশ সদস্য আনিসা আক্তার, মারিয়া সুলতানা, শাহারুল ইসলাম ও ইমরুল কায়েস (৪), আনছার সদস্য হিসেবে ছিল ৪র্থ শ্রেণির শাওন, সামিউল, রিফাত, তাহমিদ, প্রিতম, সাকিব ও গোলাম রসুল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ভোটগ্রহণ পরিদর্শন করেন।