
আশাশুনি ব্যুরো: আশাশুনির মানিকখালি ব্রীজের বাইপাস সড়কে স্ট্রিট লাইট স্থাপন উদ্বোধন করা হয়েছে। আশাশুনি উপজেলা সদর টু পাইকগাছা ভায়া বড়দল সড়কের মানিকখালি খোলপেটুয়া নদীর উপর সদ্য সমাপ্ত ঢালাই ব্রিজ নির্মিত হয়েছে। প্রায় ৫/৬ মাস পূর্বে খেয়া পারাপার ব্যবস্থা শেষ হয়ে ব্রিজের উপর দিয়ে উপজেলার ৫/৬ টি ইউনিয়ন তথা পার্শ্ববর্তী পাইকগাছা ও কয়রা উপজেলার সাথে যোগাযোগের একমাত্র সহজ ও সুন্দরতম পথ হলো বাইপাস সড়ক হয়ে ব্রিজ পার হওয়া। এ পথে মানুষ বিভিন্ন যানবহনে চলাচল করে থাকে। রাতে লাইটিং ব্যবস্থা না থাকায় চলাচলকারী মানুষ ছিনতাই ও দূর্ঘটনার আতঙ্কে থাকেন এবং প্রায় সড়ক দূর্ঘটনা ঘটতে থাকে।
এ সব সমস্যার কথা ভেবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম কাবিখা/কাবিটার বরাদ্ধ থেকে এ ব্রিজের দু’ধারে বাইপাস সড়কে একাধিক ট্রিট লাইট স্থাপনের বরাদ্ধ দেন। সরকারের ২০১৯-২০২০ অর্থ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসনার অঙ্গিকার ঘরে বাইরে বিদ্যুতের পরিবর্তে বিকল্প বিনামূল্যে সোলারে আলোকিত করা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তদরকিতে রবিবার ব্রিজের দু’পাশে বাইপাস সড়কে এ সব স্ট্রিট লাইট স্থাপন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, পিআইও সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু সহ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। এদিন ব্রীজের দু’পাশে ৪টি স্ট্রীট লাইট স্থাপন করা হয়।